নীড়পাতা

দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় পাশের হার ৮৮.৩৭ % এ বছর আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৭,১৪৫ জন; ছাত্রী ১৪,৮৫৪ জন; মোট ৩১৯৯৯ জন। সারাদেশে ৯৯টি ছাত্র ও ১৯৫টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ২৮ রমাযান ১৪৪৫ হিজরী, ৮ এপ্রিল ২০২৪ ঈসাব্দ, সোমবার আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দামাত বারাকাতুহুম)।পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত বিশাল কর্মকাণ্ড একমাত্র আল্লাহ তা‘আলার অসীম মেহেরবানীতে সুচাররূপে সম্পন্ন হয়েছে। এ জন্য আমরা একান্তভাবে আদায় করছি তাঁর শোকর ‘আলহামদুলিল্লাহ’। বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি থেকে শুরু করে প্রশ্নপত্র প্রণয়ন, কাগজপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, নির্ধারিত কেন্দ্রে সম্মিলিত খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক, বিশেষরূপে ‘পরীক্ষা মনিটরিং সেল’ ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।৩১৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৮,২৭৯ জন, অনুত্তীর্ণ ৩,৭২০ জন এবং অনুপস্থিত ছিল ৮০৮ জন। পাশের হার ছাত্র ৯২.১৭ %, ছাত্রী ৮৪.০ %। গড় পাশের হার ৮৮.৩৭ %। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১৪৮১ জন এবং ছাত্রী ১৬৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫০৭৯ জন, ছাত্রী ২২৫৫ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬৫৮১ জন, ছাত্রী ৬০৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২৬৬১ জন, ছাত্রী ৩৯৭৬ জন। মোট ১৬ জনের পরীক্ষা বাতিল (যবত্) করা হয়। এছাড়া ১২ জনের পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে, সমস্যা সমাধানের পরে তাদের ফলাফল দেয়া হবে।পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৪ তম ও ছাত্রী ৩০ তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। ৯৩০ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মোঃ শাব্বীর আহমদ খন্দকার, রোল নং ২৯৬১০। ৯২৯ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া, বছিলা, মোহাম্মদপুর, ঢাকার আব্দুল্লাহ আল মাহমুদ, রোল নং ২৪৬৩০। ৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার আবূ উমামা, রোল নং ২৯৬০৬ ।৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার জান্নাতুল ফেরদৌস, রোল নং ১৯৭৯৪। ৮৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, ঢালিবাড়ি, ভাটারা, ঢাকার মারিয়াম বুশরা, রোল নং ২৩১৩৫। ৮৮৬ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার মোসাঃ সামিয়া জাহান মুক্তা, রোল নং ১৯৭৯৫।আমরা সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলের কল্যাণ করুন। আমীন।বিনয়াবনত,মুহাম্মাদ ইসমাইল,পরীক্ষা নিয়ন্ত্রক, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ... বাকিটা পড়ুনবন্ধ করুন
View on Facebook
পরীক্ষা সংক্রান্ত কাজ চলমান থাকায় ৩-৪ মার্চ দাওরায়ে হাদীসের সনদ প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। ... বাকিটা পড়ুনবন্ধ করুন
View on Facebook